তুষার আহমেদ
আসসালামুয়ালাইকুম সম্মানিত ভিউয়ার। আমি তুষার আহমেদ। আমি একজন স্টুডেন্ট বর্তমান। আমি তুষার আহমেদ যখন অনলাইনে সোস্যাল মিডিয়া একাউন্ট তৈরি করি। তখন একটু করে জানতে পারি যে অনলাইনে ইনকাম করা যায় ফ্রিল্যান্সিং করে ।তারপর আগ্রহী হলাম। ভাবলাম কিভাবে শুরু করবো কিভাবে কাজ গুলো করতে হয়। একদিন আমার ফেসবুক ফ্রেন্ড তার নাম ছিলো মমিন ইসলাম। আমার বড় তাকে ভাইয়া বলে ডাকতাম সে ছিলো একজন ফ্রিল্যান্সার। তারপর সে আমাকে ফ্রিল্যান্সিং সম্পর্কে বললো আমি শিখার জন্য এডমিশন নিলাম ফিউচার আইটি তে। তারপর শিখা শুরু করলাম এইভাবে শিখতে শিখতে একদিন আমার নাম দিয়ে তুষার আহমেদ।সোস্যাল মিডিয়া একাউন্ট করলাম ফাইভার আপয়ার্ক লিংকদিন আরো ইত্যাদি একাউন্ট। অনেক কষ্ট অনেক ধর্য ধরে কাজ গুলো শিখে এখন কাজ করছি মার্কেটপ্লেসে আলহামদুলিল্লাহ ভালোই ইনকাম হচ্ছে আশা করি আস্তে আস্তে আরো হবে। আমার ফাইভার একাউন্ট ঘুরে আসতে পারেন লিংক দেওয়া হলো। www.ashiqmahmud84.fiverr.com তুষার আহমেদ।
No comments:
Post a Comment